October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 11th, 2021, 9:11 pm

গঙ্গাচড়ায় বর্নাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় বর্নাঢ্য আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার (১১ নভেম্বর) পালন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমের সামন থেকে বাদ্যযন্ত্রের তালে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যুবলীগের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুবলীগের আহবায়ক আতাউর রহমান আশিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সরকার সোহাগ, কামরুজ্জামান লিটন, সদস্য ইবনে সবুজ, আব্দুল আজিজ, যাদু মিয়া, শাকিউল আলম বাহাদুর, পারভেজ, আলমবিদিতরের আহবায়ক হেলাল মিয়া, বেতগাড়ীর যুব নেতা রিম সরকার, বড়বিলের যুব নেতা হাছিবুর রহমান পাপ্পু, সাফিউল ইসলাম তুহিন,কোলকোন্দের যুব নেতা মেহেদী হাসান, লক্ষীটারীর যুব নেতা রবি মিয়া, আব্দুল বারী প্রমুখ। গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম লেবু, সাধারন সম্পাদক শামসুজ্জামান লিজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা-কর্মীগণ র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লুলুর নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে।