October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 5:17 pm

গঙ্গাচড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মমতাজুল হক, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রধান শিক্ষক এনামুল হক, ইমাম তাজুল ইসলাম, গণমাধ্যম কর্মী সুজন আহম্মেদ প্রমুখ। সেলপ জেলা ব্যবস্থাপক ফজলুল হকের উপস্থাপনায় সভায় সেলপের ডেপুটি ম্যানেজার ইলিয়াছ, অ্যাসোসিয়েট অফিসার রেহেনা পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, কাজী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, যুবপ্রতিনিধি উপস্থিত ছিলেন।