জেলা প্রতিনিধি, রংপুর :
একুশের প্রথম প্রহরে সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে বিরোধী দলীয় চীফ হুইপ ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের নের্তৃত্বে সকল কর্মকর্তাবৃন্দ রাত্রি ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানায়। এরপর নিরবতা পালন ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়াও সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, গঙ্গাচড়া সরকারি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দিবসটি মর্যাদার সহিত পালন করে। জাতীয়, দলীয় পতাকা অর্ধনিমিত রাখা ও মসজিদ, মন্দিরে প্রার্থনা করা হয়।
আরও পড়ুন
না’গঞ্জে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: নিখোঁজ প্রার্থীর সন্ধান চেয়ে স্ত্রীর আবেদন
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির পাম্প হাউজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭