June 8, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 7:06 pm

গঙ্গাচড়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সেবাসমূহ নিয়ে নাগরিক সংলাপ সভা

জেলা প্রতিনিধি,রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সেবাসমূহ নিয়ে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা সোমবার (১লা নভেম্বর) অনুষ্ঠিত হয়। বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর অর্থায়নে এবং পল্লীশ্রী প্রসপেক্ট প্রকল্পের বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম। এতে পল্লশ্রীর এরিয়া কো-অর্ডিনেটর মশিউর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর আখেরা খাতুনসহ শিক্ষক, নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।