October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 3:56 pm

গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ শতভাগ বাস্তবায়নের নিমিত্তে মঙ্গলবার (২রা আগষ্ট) রংপুরের গঙ্গাচড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্লাষ্টিক বস্তায় চাল রেখে আইন অমান্য করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন পিএএ। প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস। অভিযান পরিচালনার সময় পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জানান।