September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 8:39 pm

গঙ্গাচড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আওতাধীন গঙ্গাচড়া উপজেলা রেড ক্রিসেন্ট দলের উদ্যোগে খোবাইব বিন আদী (রাঃ) এতিমখানা ও নোহালী ইউনিয়নের স্থানীয় মানুষদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোবাইব বিন আদী (রাঃ) এতিমখানা সহকারী শিক্ষক শাহিন বাবু, রংপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাব্বি ইসলাম, উপ-যুব প্রধান প্রত্যয় কুমার সরকার শুভ, আলী সাকিব, সোহেল রানা, ল্যাব টেকনিশিয়ান আরিফুজ্জামান আকাশ, গঙ্গাচড়া উপজেলার দলনেতা আলপনা রিতু, উপ-দলনেতা শাওন ইসলামসহ অন্যান্য যুব সদস্য রায়হান, ইশতিয়াক, মনিষা প্রমুখ।