October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 10:41 am

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ ইউএসএ’র অর্থায়নে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি নির্বাচিত অসহায় সুবিধাভোগীর মাঝে বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নয়ন কুমার সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এমপির কন্যা মালিহা তাসনীম জুই, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, জেলা পরিষদ সদস্য ও এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, ওসি দুলাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, আনসার ভিডিপি অফিসার রেজকেকুরজ্জামান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, রংপুর মহানগর জাতীয় যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধিগণসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।