October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 9:12 pm

গঙ্গাচড়া ক্রীড়া উন্নয়ন পরিষদের কমিটি গঠন

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে গঙ্গাচড়া ক্রীড়া উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ মাঠে সাবেক বনাম বর্তমান খেলোয়াড়দের এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে এ কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির সভাপতি হিসেবে সাবেক খেলোয়াড় আখেরুজ্জামান মিলন ও সাধারণ সম্পাদক হিসেবে সফিয়ার মো. জাকিউল আলম স্বপনকে মনোনীত করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, সাজেদুল ইসলাম লুলু, ফারায়েজ হোসেন ফজলু, সবুজ মিয়া, সাইদুল হাসান টিপু, ইউনুস আলী, আব্দুল মোত্তালিব মিঠু, সাইয়েদুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দুলু মিয়া, আজহারুল ইসলাম, আব্দুল মান্নান, ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লিটন, কামেল শেরাফী মাহবুব রাজিব, এমদাদুল হক, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল বারী বাবুসহ ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।