দেশের কল্যাণে গঠনমুলক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, `দেশের কল্যাণের জন্য গঠনমূলক সমালোচনা করুন, ক্ষতির জন্য নয়।`
সোমবার রাজধানীতে তার কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে নিহত, অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
এ বছর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট (বিজেডব্লিউটি) তহবিল থেকে ৪৩৮ সাংবাদিককে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। অতীতে এত স্বাধীনতা কেউ কখনো উপভোগ করেনি।
দেশের চলমান অগ্রগতিতে বাধা না দিয়ে সরকারকে সংশোধনের জন্য প্রয়োজনীয় সমালোচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, আমরা চাই না বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত হোক। দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। সেই সঙ্গে দেশ ও জাতির প্রতি গণমাধ্যমের দায়িত্ব ও কর্তব্যবোধ থাকতে হবে।
২০১৪ সালে প্রধানমন্ত্রীর দেওয়া ২৫ কোটি টাকা দিয়ে গঠিত হয়েছিল বিজেডব্লিউটি তহবিলটি। তহবিল থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৫১০ সাংবাদিকের মধ্যে প্রায় ৪০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার।
—-ইউএনবি
আরও পড়ুন
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি