October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 14th, 2021, 6:40 pm

গণমাধ্যমে ‘অপপ্রচার’, নেপাল কোচের পদত্যাগ

অনলাইন ডেস্ক :

সাফে প্রথমবার ফাইনালে, ভারতকে হারাতে পারলে শিরোপাও জিতবে নেপাল। ইতিহাস যখন ডাকছে, তখন কোচ আব্দুল্লাহ আলমুতাইরি জানালেন ফাইনালের পর আর থাকছেন না তিনি। বাংলাদেশের সঙ্গে বুধবার লিগের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ২৮ বছরের ইতিহাসে প্রথম ফাইনাল নিশ্চিত করে নেপাল। দলের এই সাফল্যে যখন আনন্দে উচ্ছ্বসিত হওয়ার কথা, তখন অভিমান ঝরল আলমুতাইরির কণ্ঠে, ‘নেপালের কোচ হিসেবে ফাইনাল হবে আমার শেষ ম্যাচ। আমি আর কখনো নেপালে ফিরে আসব না।’ আলমুতাইরির অভিযোগ, গত কয়েক দিন ধরে একটি মিডিয়া রিপোর্টে তার বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। নেপাল ম্যাচের পরের সংবাদ সম্মেলনের আগেও দুইবার ফেসবুক পোস্ট দিয়ে প্রধান কোচ হিসেবে পদত্যাগের কথা জানান। কুয়েতি কোচ বললেন, ‘গত তিন দিন ধরে যা হচ্ছে তাতে আমার খুব খারাপ লাগছে। তারা আমার সম্পর্কে (বাজে) কথা বলছে, আমার সম্মান নিয়েও টানাটানি করছে। তারা তাদের নিউজ দিয়ে আমার বিরুদ্ধে মানুষকে ক্রুদ্ধ করছে।’ তিনি বলে গেলেন, মঙ্গলবার আমাদের ট্রেনিং ছিল ৩টায়, এ কারণে সহকারী কোচ ও অন্য খেলোয়াড়রা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল, আমি ও অধিনায়ক যাইনি।’ একটি গণমাধ্যম তাকে অনবরত আক্রমণ করে যাচ্ছে বলে অভিযোগ আলমুতাইরি। তবে গণমাধ্যমটির নাম বলেননি তিনি, ‘আমি একজন কোচ, দাস নই।’ কাতার এফএ’র সঙ্গে আলাপ করে গত এপ্রিলে এই হটসিটে তাকে বসায় নেপাল। নেপালে যতটুকু সময় কাটালেন, সেটাকে সফল বলছেন আলমুতাইরি, ‘নেপালে প্রথম সংবাদ সম্মেলনে আমি তিনটি বিষয় বলেছিলাম- আমরা সাফে ইতিহাস তৈরি করব, এশিয়া কাপের তৃতীয় রাউন্ডে উঠব, আমরা নতুন একটি দল গড়ব এবং সব নেপালিকে গর্বিত করব। আজ আমরা সব নেপালিকে গর্বিত করলাম। নেপাল জাতীয় দলের সঙ্গে ফাইনালই হবে আমার শেষ ম্যাচ। এই ম্যাচের পর আর কখনো নেপালে ফিরব না আমি। কিছু গণমাধ্যম আমার নাম ব্যবহার করে টাকা কামাচ্ছে, জাতীয় দল তারাই চালাক।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোনো নেপালি সংবাদকর্মীর সঙ্গে কথা বলেননি আলমুতাইরি। সংবাদকর্মীদের জাতীয়তা জানতে চেয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। পদত্যাগ নিয়ে তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নশিপ শুরুর এক সপ্তাহ আগে আমি পদত্যাগ করেছিলাম। এটি কার্যকর হবে চলতি চ্যাম্পিয়নশিপ শেষে।’