December 2, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:07 pm

গরমে শীতল করবে আরিয়ানের সিনেমা

অনলাইন ডেস্ক :

শীতের আরাম পেরিয়ে শহরে এখন অনেক রোদ, পড়ছে গলা শুকানো গরম। এমনই সময় মিজানুর রহমান আরিয়ান খবর পাঠালেন, ‘শহরে অনেক রোদ’ নামের একটি সিনেমার খবর। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট। সেই সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ঈদে মানে, একেবারে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি। কিন্তু প্রশ্ন এলো, তবে কি চলমান তাপদাহ নিয়েই সিনেমা বানিয়ে ফেললেন ‘নেটওয়ার্কের বাইরে’-খ্যাত এই নির্মাতা! জবাবে জিভে দাঁত কাটলেন। বললেন, ‘একদমই না। এই ছবি চলমান অসহ্য গরম নিয়ে নয়। বরং আমি বোঝাতে চেয়েছি শীতের সকালে মিষ্টি রোদের কথা। যে রোদ আমাদের আরাম ও স্বস্তি দেয়। এই গল্পটা অনেকটা তেমই। যেটা দেখে দর্শকরা শীতসকালের রোদ অনুভব করবেন।’ ‘শহরে অনেক রোদ’-এ অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ। ছবির গল্পটা অনেকটা এমন, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা ও খালু। নিঃসন্তান এই দম্পতির কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা। কারণ মনে মতো মেয়েই যে খুঁজে পাচ্ছে না সে! অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি! নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক-মনে।