October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 24th, 2023, 8:05 pm

গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মানবী

অনলাইন ডেস্ক :

বিয়ে করলেন অভিনেত্রী মানবী গাগরু। গত ১৩ জানুয়ারি ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। অবশেষে গত বৃহস্পতিবার পারিবারিক সদস্য ও বন্ধুবান্ধবদের সান্নিধ্যে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মানবী। বাগদানের সময়েই আংটিবদলের কিছু ছবি পোস্ট করেছিলেন। তখনো প্রকাশ্যে আসেনি অভিনেত্রীর প্রেমিকের ছবি, অবশেষে বিয়ের ছবিতে স্পষ্ট, জনপ্রিয় কৌতুক অভিনেতা কুমার বরুণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মানবী। মানবী এবং কুমার বরুণ তাঁদের কমন বন্ধুদের মাধ্যমে পরিচিত হন। প্রায় এক বছর আগে তাঁদের ডেটিং শুরু হয়। তবে এই বিবাহে হাতে গোনা কিছু মানুষ উপস্থিত ছিলেন। কীর্তি কুলহারি, সায়নি গুপ্তা, সুমিত ব্যাস এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মতো একাধিক অতিথি তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দিয়ে একটি যৌথ পোস্ট করেছেন নবদম্পতি। বিয়ের ছবিতে মানবীকে নূন্যতম গয়না এবং মেহেদিসহ একটি লাল শাড়িতে কনে সাজে দেখা যাচ্ছে। অন্যদিকে তাঁর স্বামীকে একটি অফ-হোয়াইট শেরওয়ানি এবং একটি ম্যাচিং পাগড়িতে দেখা যায়। একটি ছবিতে দেখা যাচ্ছে, তারা বিয়ে রেজিস্ট্রি করার জন্য একটি নথিতে স্বাক্ষর করছেন। ছবির পাশাপাশি তাঁরা একটি হৃদয়গ্রাহী নোটে লিখেছেন, ‘আমাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে অফিশিয়ালি বিয়ে করেছি। অনুগ্রহ করে আমাদের একসঙ্গে যাত্রায় আশীর্বাদ করতে থাকুন।’ বিয়ের ছবিগুলো প্রকাশ্যে আসা মাত্রই জিতেন্দ্র কুমার, হিনা খান, গওহর খান, বানি জে, ডলি সিং এবং অন্য তারকারা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। মানবী ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘পিকে’, ‘উজদা চমন’ এবং ‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ওয়েবসিরিজের সবচেয়ে চাওয়া-পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন, ‘টিভিএফ ট্রিপলিং’ এবং ‘মেড ইন হেভেন’-এর মতো সিরিজগুলোতে অভিনয় করেছেন। স্ট্যান্ড-আপ কমেডি সার্কিটে জনপ্রিয় কুমার, ‘লাখোঁ মে এক : সিজন ১’ এবং ‘চাচা বিধান হ্যায় হামারে’-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন।