গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে আল বারাকা পরিবহনের একটি বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিন আরোহী পলাশবাড়ি চৌমাথায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিদুৎ এর মুত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে অপর দুই মোটরসাইকেল আরোহী সুভাষ চন্দ্র ও সুমন নামের দুই বন্ধুর মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাজু ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের মধ্যে দুই জনের বাড়ি পলাশবাড়ী এবং অপর এক জনের বাড়ী গোবিন্দগঞ্জে।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের