July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 7:43 pm

গাইবান্ধা-৫ আসনের স্থগিত নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: সিইসি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের স্থগিত উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় যে অনিয়ম হয়েছে তার তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি এটা সত্য, কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বৈঠকে বসতে পারিনি। যথাসময়ে তদন্ত প্রতিবেদন সম্পর্কে আপনাদের জানানো হবে।’

বুধবার নির্বাচন কমিশন সদর দপ্তর থেকে বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার সংস্থার নির্বাচন পর্যবেক্ষণকালে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রবিবার তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।

কমিটির প্রধান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইসি সচিব হুমায়ুন কবির খন্দকারের কাছে প্রতিবেদন জমা দেন।

কিন্তু ব্রিফিংয়ে প্রতিবেদনের বিস্তারিত কিছু জানাননি সিইসি।

১২ অক্টোবর নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের কারণে নির্বাচন স্থগিত করে ইসি।

এটি গাইবান্ধা-৫ সংসদীয় আসনে নতুন নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা তিন মাস বা ২০২৩ সালের ২০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

২০২২ সালের ২২ জুলাই গাইবান্ধা-৫-এর সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর ২০২২ সালের ২০ অক্টোবরের মধ্যে সংসদীয় আসনের জন্য নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়।

—-ইউএনবি