সিনহুয়া, গাজা :
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
শহরের সিভিল ডিফেন্স জানিয়েছে, মধ্য গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় পাঁচ শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া, বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া উত্তর গাজা সিটির নামা কলেজ ভবন লক্ষ্য করে আরেকটি হামলায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে নামা কলেজে হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর দাবি, হামলার সময় নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার, বিমান নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্যসহ বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে আস্তানা হিসেবে ব্যবহার করা ‘সন্ত্রাসী’ সংগঠনগুলোর বিরুদ্ধে ‘শক্তি ও দৃঢ়তার সঙ্গে’ অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত ১ হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। সে সময় ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে হামাস নির্মূলে গাজায় ক্রমাগত অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের