অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার আরও ২১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে, সোমবার তিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন, মধ্য গাজায় একটি হামলার ঘটনায় তাদের ২১ সেনা নিহত হয়েছেন। এই মৃত্যুর সংখ্যা সোমবার ঘোষিত তিনটি মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত। তাই এ নিয়ে গত ২৪ ঘণ্টায় গাজায় ২৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অক্টোবরের শেষের দিকে গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু পর থেকে এটিই তাদের সর্বোচ্চ দৈনিক মৃত্যুর সংখ্যা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুদ্ধের সময় বিস্ফোরণে একটি ভবন ধসে পড়লে সেনারা নিহত হন। নিহত সেনাদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী এখন খান ইউনিসের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে ভূগর্ভস্থ টানেলে হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার লুকিয়ে আছেন বলে বিশ্বাস করা হয়। ইয়াহিয়া সিনওয়ার খান ইউনিসের বাসিন্দা। এই অঞ্চলটিতে প্রবেশ করা অবিশ্বাস্য রকমের কঠিন হবে বলে মনে করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। অঞ্চলটিতে তীব্র স্থল যুদ্ধ শুরু করার পর তাদের এই ধারণা সত্য প্রমাণিত হলো।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু