October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 7th, 2021, 1:29 pm

গাজায় ফের ইসরাইলী বিমান হামলা

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরাইল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।
তারা এক বিবৃতিতে বলেছে, দিনভর গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন পাঠানো হয়। এ কারণে আইডিএফ যোদ্ধারা হামাসের সামরিক কম্পাউন্ডে বিমান হামলা চালিয়েছে।
তবে এতে ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
হামাস মিত্র হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরাইলী বাহিনী লেবাননে গোলা নিক্ষেপ করলে শুক্রবার গাজা থেকে এ আগ্নেয় বেলুন পাঠানো হয়।
এদিকে ইসরাইলী সূত্র বলছে, আগ্নেয় বেলুনের কারণে গাজার নিকটবর্তী এশকল এলাকায় চার দফা আগুন লাগে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৫ জুলাই ইসরাইল গাজায় এ ধরণের বিমান হামলা চালায়।