গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বর্মী কলেজের পাশে শ্রীপুর-বর্মী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মালিহা মমতাজ মোবিনা (৮) পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) রিপন আলী খান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বর্মী কলেজের পাশে শ্রীপুর-বর্মী রোড পারাপারের সময় বর্মীগামী একটি অটোরিকশা উল্টে মোবিনাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে সে নিহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এছাড়া অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
নিহত মদিনার অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নছিমন, ৩ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের গতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান
ঢাকার সড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মামলা হলেও শৃঙ্খলার উন্নতি নেই