গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। যা দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
বুধবার সকাল সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
নগরের ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএলের এক ইউনিট ও জয়দেবপুরের দুই ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
আমদানি কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে হ্রাস পেয়েছে জাহাজ আসার সংখ্যাও
না’গঞ্জে গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: নিখোঁজ প্রার্থীর সন্ধান চেয়ে স্ত্রীর আবেদন