October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 7:40 pm

গাজীপুরে ট্রাকচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (১১ জুন) সকাল ৬টায় উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—-ইউএনবি