গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় সোমবার সকালে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৬টার দিকে নগরের ভোগরা বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল লিমিটেড নামে ওই কারখানার ডাইং ও নিটিং সেকশনে আগুনেরর সূত্রপাত হয়। এর পর পরই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় ২৫ হাজার স্কয়ার ফুটের একতলা বিল্ডিংয়ের ভেতরে থাকা মেশিনপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি