গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তৈরি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।সকাল ১০ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিভাগের ৫টি ইউনিট কাজ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশের অ্যাপারেল প্লাস নামের ওই কারখানার ৭তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগে। মূহুর্তে আগুন ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নেভাতে কাছ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
—ইউএনবি
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ কৃষক আহত
কুমিল্লায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র অটল: হোয়াইট হাউস