October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 1:11 pm

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থানার আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা সদর থানার মমিনউদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুরের কালিয়াকৈর থানার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২), একই থানার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭) ও যশোরের ঝিকরগাছা থানার আতিয়ার রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আকন্দ।

তিনি জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া ইতিহাস পরিবহনের বাসটি মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে দু’জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য তিনজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—ইউএনবি