গাজীপুর জেলা কারাগারের কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়ার পর বিদ্রোহের চেষ্টা করলে তাদের দমন করতে গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি হয়েছে। এতে কারাগারের অন্তত ২২ জন বন্দি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্রোহ চলছিল।
কারারক্ষী মুশফিকুর রহমান জানান, সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কিছু রাজবন্দি জেল থেকে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ডাকাতিসহ অন্যান্য মামলার আসামিরা কেন মুক্তি পাচ্ছে না- এমন দাবি তুলে তারা বিক্ষোভ করে। এক পর্যায়ে কারাগারের ভেতরের বিছানাপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে তারা পালানোর চেষ্টা করে। পরিস্থিতি সামলাতে এসময় লাঠিপেটা ও গুলি ছোড়া হয়। এ সময় গুলিতে ২০ থেকে ২২ জন বন্দি আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক