November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 9:28 pm

‘গার্ড মুলার ট্রফি’ জয় করলেন হালান্ড

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসির কাছে ব্যালন ডি’অরের লড়াইয়ে হেরে গিয়েছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। তবে প্যারিসের ঝলমলে মঞ্চ থেকে শূন্য হাতে ফিরতে হয়নি তাকে। ক্লাবের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘গার্ড মুলার ট্রফি’ জিতেছেন তিনি। প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠানে হালান্ডের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গত মৌসুমে হালান্ড ছিলেন দুর্দান্ত।

ক্লাবের হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। জোড়া গোলে সিটির হয়ে প্রিমিয়ার লিগ অভিষেক রাঙিয়েছিলেন। এরপর লিগে ৩৫ ম্যাচে করেন ৩৬ গোল ও অ্যাসিস্ট ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে হালান্ডের গোল ছিল ৫২টি, অ্যাসিস্ট ৯টি। ক্লাবের সঙ্গে জাতীয় দল যোগ করলে গোলের সংখ্যা দাঁড়ায় আরও বেশি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৫৬ গোল করেন হালান্ড। এছাড়াও ম্যানসিটির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে ‘ট্রেবল’ জেতেন তিনি।