অনলাইন ডেস্ক :
পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার এক বছর পরই বিপ্লব করেন রীতিমতো। ২০১৮ সালে শুধু রক্ষণের খেলোয়াড়ই কিনেছিলেন ২২৫ মিলিয়ন পাউন্ডে, যা ৫২টা দেশের প্রতিরক্ষা খাতের ব্যয়ের চেয়ে বেশি। ডিফেন্ডার নিয়ে সেই গার্দিওলার নতুন রেকর্ড গড়া বিস্ময়ের কিছু নয়। গত শনিবার লিপজিগের ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো গাভারদিওলকে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ম্যানসিটি, এজন্য তাদের গুনতে হয়েছে ৯ কোটি ইউরো বা ৯০ মিলিয়ন ইউরো। দলবদলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডার এখন ২১ বছরের গাভারদিওল। ২০১৯ সালে লিস্টার সিটি থেকে হ্যারি ম্যাগুয়ারকে কিনতে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করেছিল ৯৩ মিলিয়ন ইউরো। ট্রান্সফারের অঙ্ক সাধারণত প্রকাশ করে না ক্লাবগুলো।
বিভিন্ন ওয়েবসাইট অনুমান করে জানায় একটা অঙ্ক। দলবদলের জনপ্রিয় ওয়েবসাইটগুলোর হিসাবেই শীর্ষে ম্যাগুয়ার, দুইয়ে গাভারদিওল। তবে ‘ট্রান্সফার মার্কেট’-এর হিসাবে সবচেয়ে দামি ডিফেন্ডার আবার গাভারদিওলই! তাদের হিসাবে তাঁর দাম ৯০ মিলিয়ন ইউরো আর ম্যাগুয়ারের ৮৭ মিলিয়ন ইউরো। দাম যা-ই হোক, ২১ বছরে এই তরুণ যে ম্যানসিটির রক্ষণ আরো শক্তিশালী করবেন তাতে সন্দেহ নেই কারো।
তিনি নিজেও খুশি ট্রেবলজয়ী এই ক্লাবে নাম লেখাতে পেরে। খুশির আরেক কারণ, সময়ের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ডের বিপক্ষে খেলতে না হওয়া, ‘গত মার্চে চ্যাম্পিয়নস লিগে আমাদের লিপজিগের বিপক্ষে একাই পাঁচ গোল করেছিল হালান্ড। ওকে সতীর্থ হিসেবে পাওয়াটা দারুণ স্বস্তির। ট্রেবল জয়ের পরই ম্যানসিটির মতো ক্লাবে আসতে পারাটা আমার জন্য সম্মানের।’ এদিকে টটেনহামের হ্যারি কেইনকে পেতে কয়েক দফা বাড়িয়ে ১০০ মিলিয়ন ইউরোর চূড়ান্ত প্রস্তাব পাঠিয়েছে বায়ার্ন মিউনিখ। টটেনহামকে সিদ্ধান্ত জানাতে শনিবার সকাল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে তারা। কিন্তু জবাব না দিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে চলে গেছেন ক্লাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভি!
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা