November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 7:53 pm

গার্লফ্রেন্ড, ওয়াইফ না হলে কাজ পাওয়া যায় না: মিষ্টি

অনলাইন ডেস্ক :

‘সিন্ডিকেটের কারণে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা খুবই কষ্টকর। এই সিন্ডিকেটে টিকতে গেলে নিজে সিনেমা প্রযোজনা করতে হয় আর না হলে গার্লফ্রেন্ড, ওয়াইফ অথবা হতে হয়। যা খুবই হাস্যকর।’- বর্তমান সময়ের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন। সম্প্রতি প্রার্থনা ফারদিন দীঘি এক স্ট্যাটাসে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন। এরপরই দীঘিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। এতে দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ পড়েছে এমন না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’ এরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন মিষ্টি জান্নাত। এতে এ অভিনেত্রী লিখেন, ‘আমার মনে হয় সবাই সবাইকে সম্মান করে, তাই কথা বলাটা খুবই জরুরি। কাউকে ছোট করতে গেলে নিজেকে ছোট হতে হয়। আমরা কেউই পারফেক্ট না মনে রাখতে হবে। আর ডিরেক্টর-আর্টিস্টদের রিলেশন হবে পরিবারের লোকের মতো। মিডিয়া আমাদের আরেকটা পরিবার এটা ভুলে গেলে চলবে না।’ উদাহরণ টেনে মিষ্টি জান্নাত লিখেন, ‘নিজেদের পরিবারে আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে পারি না। বাইরের লোকজন কি করে করবে? এজন্যই আজ বাংলা ফিল্ম-মিডিয়ার লোকজন সম্মান পায় না। অথচ পাশের দেশে এই ফিল্ম মিডিয়ার লোকজনকে পূজা করা হয় দেবতার মতো।’ মিষ্টি জান্নাত নিজেই সিনেমা প্রযোজনা করছেন। এরইমধ্যে তার অভিনীত কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।