November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 7:35 pm

গায়ক আকবরের পা কেটে ফেলতে হবে?

অনলাইন ডেস্ক :

ইত্যাদির গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থা দিনকে দিন আরও অবনতির পথে। কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত এই গায়ককে অর্থাভাবে হাসপাতাল থেকে ক’দিন আগে বাড়িতে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।সংবাদমাধ্যমে এ নিয়ে নানা খবর প্রকাশের পর অনেকেই তাকে সাহায্য করার ইচ্ছে পোষণ করেছেন। তাদের উদ্দেশ্যে এই গায়ক সাহায্য পাঠানোর ঠিকানাও দিয়েছেন।এরই মধ্যে গত রাতে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, এবার চিকিৎসা শেষ না করে আমরা আকবরকে বাসায় ফেরত নেবো না। ডাক্তার জানিয়েছেন, তাকে হসপিটালে আনতে বেশ দেরি করে ফেলেছি আমরা। তার পা কেটে ফেলে দেয়ার আশঙ্কা করছি। সবাই এই বিপদে আমার পাশে থাকবেন। সবার সহযোগিতায় আর আল্লাহর অশেষ রহমতে অথৈর বাবা যেন সুস্থ হয়ে যায়, এই দোয়া করবেন।তিনি আরও লিখেছেন, ডিপজল বস আর্থিকভাবে অনেক বড় পরিমাণে সহায়তা করেছে। তবুও এবার অথৈর বাবার চিকিৎসায় সবার সহযোগিতা কামনা করছি।এর আগে গত ১৪ সেপ্টেম্বরও আকবরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অস্ত্রোপচার করা হয় পায়ে। সে সময় আকবরের স্ত্রী জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে তার ডান পায়ে অস্ত্রোপচার করা হয়। কিছুদিন ভালোই ছিলেন। এর মধ্যে স্টেজ শোও করেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। চিকিৎসক বলেছেন, তার পা কেটে ফেলতে হতে পারে। কারণ জীবাণু হাড় পর্যন্ত পৌঁছে গেছে। পা না কাটা পর্যন্ত তার জীবাণু ছড়িয়ে পড়বে।উল্লেখ্য, গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই গান শুনে মুগ্ধ হয়ে বাগেরহাটের এক ব্যক্তি হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লিখে এই গায়কের কথা জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে’ কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি আলোচনায় নিয়ে আসে আকবরকে। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটিও জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বাসা ভাড়া করে থাকেন তিনি।আকবরের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নাম্বার ০১৭১২-৫৯০০৫৬। সোনালী ব্যাংক, মো. আকবর আলী গাজী, সঞ্চয়ী হিসাব নং- ৪৪৩৯৬০১০১৬০৬২। ইউসিবি ব্যাংক, মিরপুর শাখা, মো: আকবর আলী গাজী, অ্যাকাউন্ট নাম্বার- ০৫৬৩২০১০০০০৬৭৪৯০।