October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 8:17 pm

গায়ে বল লাগায় যা করলেন আলিম দার

অনলাইন ডেস্ক :

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে আপাতত ১-১ সমতা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে কিউইরা। সেই ম্যাচে হঠাৎই প্রচারের আলো কেড়ে নিয়েছে অন্য একটি ঘটনা। নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন পাকিস্তানের এক ফিল্ডারের ছোঁড়া থ্রোয়ে পায়ে আঘাত পান আম্পায়ার আলিম দার। এরপর তার রাগ ছিল দেখার মতো! ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারে। হারিস রউফের বলে ডিপ স্কোয়্যার লেগে শট মারেন গ্লেন ফিলিপস। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সেখানে ফিল্ডিং করছিলেন। তিনি বল কুড়িয়ে বোলিং প্রান্তে ছুড়ে দেন। উইকেটের কাছেই দাঁড়িয়ে ছিলেন আম্পায়ার আলিম দার। কিন্তু বল থেকে তার নজর হয়তো সরে গিয়েছিল। তাই ঠিক সময়ে সরে যাওয়ার সুযোগ পাননি। থ্রো থেকে উড়ে আসা বল গিয়ে লাগে আলিম দারের ডান পায়ের গোড়ালির একটু উপরে। প্রচ- আঘাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন আলিম দার। সেইসঙ্গে প্রচ- রাগে হাতে থাকা বোলার হারিস রউফের সোয়েটার ছুড়ে ফেলে দেন মাটিতে! পাকিস্তানের ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। নাসিম শাহ এসে আলিমের আঘাত লাগা জায়গায় জোরে জোরে মালিশ করতে থাকেন। মাঠের বাইরে থাকা চিকিৎসকরাও তৈরি ছিলেন। তবে তাদের ডাকার দরকার পড়েনি। কিছুক্ষণ পরে আবার ম্যাচ শুরু হয়। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে আলোচনার জন্ম দিয়েছে।