অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আগেই নিজের দখলে রেখেছিলেন। গত মঙ্গলবার রাতে সেটা ছাড়িয়ে গড়লেন ২০০ ম্যাচ খেলার মহামাইলফলক। এমন ম্যাচটা আরও স্মরণীয় হয়ে থাকল তাঁর একমাত্র গোলে যখন আইসল্যান্ডকে হারায় পর্তুগাল। তাছাড়া ম্যাচ শুরুর আগে রোনালদোর হাতে তুলে দেওয়া হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট। যা হাতে পেয়ে আরো বেশি আনন্দিত সিআর সেভেন। ম্যাচের পর রোনালদোর মুখেও তেমন কথা, ‘আমি খুবই আনন্দিত।
এই সময়ে এসে ২০০ ম্যাচের রেকর্ড স্পর্শ করার কথা আমি কখনও চিন্তাও করিনি। এটি সত্যিই অবিশ্বাস্য একটা অর্জন। তা ছাড়া উইনিং গোলটা করতে পেরে আরও বেশি স্পেশাল মনে হচ্ছে।’
আরও পড়ুন
উত্তর প্রদেশে ভবন ধস, নিহত ১০
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের