অনলাইন ডেস্ক :
শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক হিসেবেই ড. মুহাম্মদ জাফর ইকবালের পরিচিতি। এবার তিনি হাজির হলেন গীতিকবি হিসেবে! গত সোমবার মুক্তি পেলো এই নবীন গীতিকবির প্রথম লেখা গান ‘আয় আয় সব তাড়াতাড়ি’। মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য লিখেছেন এ গানটি। সিনেমাটিও নির্মাণ হয়েছে তারই লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। জাফর ইকবালের কথায় ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু এবং সিয়াম-পরী জুটি। গানটি প্রসঙ্গে পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। আমার কথা শুনে হেসে বলেন, আমি কখনও গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যারের লেখা সেই গানটি প্রকাশ হলো। ভালো সাড়া পাচ্ছি।’ সরকারি অনুদান পাওয়া শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ