October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 1st, 2023, 9:57 pm

গীতিকার রাজীব আশরাফ আর নেই

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় গীতিকার ও নির্মাতা রাজীব আশরাফ (৩৮) মারা গেছেন। শুক্রবার সকালে আকস্মিকভাবে শরীর খারাপ হলে রাজীব আশরাফকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা ১১টায় দিকে তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন রাজীব আশরাফের বড় বোন আয়েশা বেগম। জানা গেছে, রাজীব দীর্ঘদিন ধরে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তার অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। সকালে বেশি খারাপ হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। শুক্রবার আসরের নামাজের পর মিরপুর-১২ নান্নু মার্কেট-এর সাথে বাইতুল এথেরাম মসজিদে জানাজা শেষে মিরপুর-১১ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হবে রাজীব আশরাফের মরদেহ।

বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের বেশ ক’টি জনপ্রিয় গানের গীতিকার রাজীব আশরাফ। ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ বেশ কিছু গান সফল গান উপহার দিয়েছে এই জুটি। মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল প্রযোজিত বেশিরভাগ টেলিছবিতে গান লিখেছেন রাজীব আশরাফ। সেগুলো হলো- ‘জলকণা উড়ে যায়’ (ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ (ভালোবাসি তাই ভালোবেসে যাই), ‘এই আমার শহর’ (অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’ (মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’ (ইউ-টার্ন) প্রভৃতি।

এ ছাড়া আরাফাত মহসিন পরিচালিত ‘জোনাক পোকা’ টেলিছবিতে ‘নিঝুম রাতের তারা’, আদনান আল রাজীবের ‘মিডেল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকে ‘প্রহর’, ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরীর সুর-সঙ্গীতে তারিনের কণ্ঠে ‘কালো মখমল’ নাটকের গানও রাজীব আশরাফের লেখা। এর আগে হাবিবের সুর-সংগীতে চ্যানেল ওয়ানের থিম সং ‘সম্ভাবনার দুয়ার’সহ বাংলালিংক, মোজো, সেভেন আপ-সহ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল লিখেছেন তিনি। লচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমাতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’। গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনও বানিয়েছিলেন। বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছিলেন তথ্যচিত্র। শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক-টেলিছবিতে। এর মধ্যে আছে আশুতোষ সুজনের ‘টিনের তলোয়ার’, অমিতাভ রেজার রচনা ও আবিদ মল্লিক পরিচালিত ‘কিশোর ছবি আঁকতে পারে’, মনোয়ার কবিরের রচনা ও অনিমেষ আইচের ‘হলুদ’, নূরুল আলম আতিকের ‘মজিদের টেলিভিশন’, অমিতাভ রেজার পরিচালনায় ‘একটা ফোন করা যাবে প্লিজ’ প্রভৃতি।