November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 9th, 2021, 7:15 pm

গুঞ্জন উড়িয়ে দিলেন শাকিব

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এজন্য এফডিসি ঘিরে বইছে নতুন নির্বাচনের হাওয়া। বুধবার হঠাৎ করে খবর ছড়ায় যে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন শাকিব খান। যিনি অতীতে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করলেন শাকিব খান। শাকিব বলেন, ‘নির্বাচন নিয়ে আমি মোটেও ভাবি না। আমার এত সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি এগোবে না। যেসব খবর ছড়িয়েছে, তা মনগড়া। সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে। মোটকথা শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’ প্রসঙ্গত, শাকিব বর্তমানে ব্যস্ত আছেন একাধিক সিনেমা নিয়ে। ইতোপূর্বে শেষ করেছেন ‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ। সিনেমা দুটিতে তার নায়িকা হিসেবে আছেন যথাক্রমে কলকাতার দর্শনা বণিক ও বাংলাদেশের বুবলী।