October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 7:28 pm

গুণীজনদের প্রশংসা পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

অনলাইন ডেস্ক :

ছবিটি এরইমধ্যে গুণীজনদের প্রশংসা পেয়েছে। ছবির সম্পাদনা টেবিলেই এই ছবিটিকে নিয়ে একাধিক নির্মাতার উচ্ছ্বাস দেখা গিয়েছিল। দীর্ঘদিন ধরে একটু একটু করেই বুনেছেন ছবিটির নির্মাতা। ছবির প্রিমিয়ারের পর অনেকেই প্রশংসা করেছেন। প্রায় দুই যুগের লালিত স্বপ্নকে পাঁচ বছরের চেষ্টায় পূর্ণতা দিয়েছেন নির্মাতা মুহাম্মদ কাইউম। বলা হচ্ছে, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটির কথা। নির্মাতা মুহাম্মদ কাইউম বলেন, ‘ছবি বানানোই তো শেষ কথা নয়, সেটা মানুষের কাছে পৌঁছানোই মূল বিষয়।’ তাই গত কিছুদিন চেষ্টায় বিরামহীন সময় পার করেছেন এই নির্মাতা। সিনেমা হল নিয়েও চলছিল নানান সংকট। অবশেষে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা কেটেছে। গত শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আগামী এক সপ্তাহ সিনেমাটি প্রদর্শিত হবে।’ নির্মাতা মুহাম্মদ কাইউম আরও বলেন, ‘আমরা তো দর্শকদের জন্যই কাজটা করি। চলচ্চিত্রে ছবি নির্মাণের সংগ্রামের পর আরও সংগ্রাম করতে হয়, ছবিটি থিয়েটারে দেখানোর জন্য। তারপরও দুটো করে শো চলছে। দর্শকরা মুগ্ধতা নিয়েই সিনেমা হল থেকে বের হচ্ছেন। এটাই দিনশেষে একজন নির্মাতার কাছে এটাই প্রাপ্তি।’ উল্লেখ্য, এর আগে সিনেমাটি নিয়ে বিভিন্ন হলে গেলেও ছবিটি মুক্তি দিতে অপারগতার কথা জানান হল মালিকরা। বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যেই হল পাওয়ার খবর দেন নির্মাতা। এদিকে প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘হাওর থেকে আমার বাপ-দাদা এসেছে, মাটির গন্ধ নিতে ছবিটা দেখতে যাবো। সবারই ছবিটি দেখা উচিত। নিখাঁদ বাংলাদেশের ছবিটি এটি। ছবিটির জন্য আমার শুভকামনা।’ সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা। ধ্রুপদী চিত্রলোক নিবেদিত এ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সংগীতায়োজন করেছেন সাত্যকি ব্যানার্জি।