রাজধানীর গুলশানের কেন্দ্রীয় মসজিদের পেছনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে সোমবার সকালে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় গুলশান-২ নম্বরের কেন্দ্রীয় মসজিদের পিছনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫
ইইউ’র পর্যবেক্ষক দল পাঠানোর ওপর নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
খেলাপি ঋণ আদায়ের মামলা নিষ্পত্তির ধীরগতিতে আটকে পড়েছে বিপুল টাকা