October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 9th, 2021, 1:25 pm

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সিআইডি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নাটোরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক সিআইড কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানিয়েছেন, ঢাকায় কর্মরত সিআইডির এসআই খন্দকার আতিকুর রহমানের স্ত্রী সুমি বেগম। তিনি নাটোর সদর উপজেলার পাইকেরদোল এলাকার মানসিক প্রতিবন্ধী আব্দুল মতিনের কিশোরী কন্যা শ্যামলীকে গৃহকর্মী হিসেবে তাদের কাছে রেখে দেন।
তিন বছর তাদের কাছে থাকা অবস্থায় নানা শারীরিক নির্যাতন চালানো হয় শ্যামলীর ওপর। শ্যামলীর মায়ের চাপের মুখে বুধবার বিকালে পরিবারের সাথে দেখা করার জন্য শ্যামলীকে তার মায়ের কাছে নিয়ে যায় সুমি বেগম। মাকে কাছে পেয়ে শ্যামলী তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে শুরু করলে সুমি বেগম জোর করে শ্যামলীকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় চিৎকার চেঁচামেচির এক পর্যায়ের স্থানীয় লোকজন জড় হয়ে সুমি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে। নানা দেনদরবারের পর মধ্যরাতে শ্যামলীর মা নার্গিস খাতুনের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি বেগমকে।

—ইউএনবি