June 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 5th, 2023, 8:08 pm

গেমিংকান্ডে ফেঁসে গেলেন রণবীর

অনলাইন ডেস্ক :

বলিউডের হার্টথ্রব নায়ক রণবীর কাপুর। প্রথম সারির নায়কদের তালিকায় নাম লেখাতে নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের সামনে। এবার আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন তিনি। অনলাইন গেমিংকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রণবীরকে। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তালিকাতে আছেন ঋষিপুত্র। চলতি বছর সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ।

সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। পাশাপাশি, অনলাইন গেমিংকান্ডে গড়াপেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল কি না, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন আরও ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতী খরবান্দা, নুসরত ভারুচার মতো নামকরা শিল্পীরা। এর আগে সানি লিওন দোষী হয়েছিলেন একই দোষে। তিনিও সৌরভের বিয়েতে দাওয়াত পেয়েছিলেন। স্বামী সন্তান নিয়ে বেশ সেজুগুজে বিয়ে খেতে গিয়েছিলেন।

ওই বিয়েতে অংশ নিয়েই রণবীরের দশা হয়েছিল তার। প্রসঙ্গত, ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান রণবীর। এরপর একধিক হিট সিনেমা দিয়ে চলেছেন তিনি। বর্তমানে তাকে বলিউডের ‘রকস্টার’ বলা হয়। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’; যা সাফল্য পেয়েছে বক্স-অফিসে। আপাতত মুক্তির অপেক্ষায় নতুন ছবি ‘অ্যানিম্যাল’। সূত্র : হিন্দুস্তান টাইমস