February 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 7:06 pm

গোপনে বিয়ে করলেন সুদীপ্তা

অনলাইন ডেস্ক :

গোপনে বাগদান সারলেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার হবু বরের নাম স্বর্ণশেখর জোয়ারদার। তিনি পেশায় একজন ব্লগার!যদিও গোপন এই বাগদানের খবর ইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করে জানান সুদীপ্তা নিজেই। যদিও এ পোস্ট করার বেশ পরে সুদীপ্তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যা সুদীপ্তা তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন। তবে তার আগেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে বাগদানের ভিডিও এবং ছবি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বাগদানের অনুষ্ঠানে কমলা রঙের গাউনে সেজেছিলেন সুদীপ্তা। ঘরের সাজেও ছিল কমলার ছোঁয়া। একগাল হেসে ক্যামেরার সামনে আংটি পরেন তিনি। ক্যাপশনে সুদীপ্তা লিখেন, ‘আর উত্তর সবসময় হ্যাঁ। খুশির সঙ্গে আবদ্ধ হলাম স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে।’ এরপর থেকে শুভেচ্ছায় ভাসছেন সুদীপ্তা। পার্থসারথি জোয়ারদারের ফিচার ফিল্ম ‘মেমসাহেব’-এ প্রথম দেখা যায় সুদীপ্তাকে। রণিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে যাওয়ার পর বাহার চরিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে পর্দায় তুলে ধরেছিলেন সুদীপ্তা। এছাড়াও ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘রেশম ঝাঁপি’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।