গোপালগঞ্জের সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনটি লিখা পর্যন্ত নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- অ্যাম্বুলেন্সের চালক মোমিন।
আহতরা হলেন- ট্রাক চালক পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের মোহাম্মাদ আলি (৭০), পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি গ্রামের কামাল হোসেন (৪২) এবং একই গ্রামের বায়েজিদ হোসেন (২১)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
প্রত্যক্ষদর্শী ট্রাক চালক মো. আলি বলেন, ‘আমি ট্রাকে করে এস্কেভেটর (ভেকু) নিয়ে ঢাকা থেকে রওনা হই। সকালে নাস্তা করে গোপালগঞ্জ পৌঁছালে হঠাৎ করে সামনে দেখি গাড়িটি রঙ (ভুল) সাইডে চলে আসছে।’
তিনি আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সকে বাঁচাতে গিয়ে আমি আমার গাড়ি বামদিকে ফেলে দেই। আমার গাড়িতে ভেকুর তিনজন ও আমার সহযোগী সাগর (২৫) ছিল। এখন কে কোথায় আছে তা জানি না।’
ওসি জাবেদ মাসুদ বলেন, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চার জন আহত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সের চালক নিহত হন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবির বকেয়া পরিশোধে নতুন বন্ড ইস্যুর কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার