গোপালগঞ্জে দুই দিনের ব্যক্তিগত সফর শেষে সবেমাত্র ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার সহকারী প্রেস সচিব জানান, সতর্কতার সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া পরিদর্শন করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে তার ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জে যান এবং সফরকালে তার গাড়িতে জাতীয় পতাকা উড়াননি।
গোপালগঞ্জে অবস্থানকালে শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী।
মাজার থেকে পায়ে হেঁটে তার টুঙ্গিপাড়ার বাসায় যান প্রধানমন্ত্রী।
—-ইউএনবি
আরও পড়ুন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
‘মর্যাদাপূর্ণ ও অনন্য’ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান ইউনূসের
ভারত-বাংলাদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা নেই: রাজনাথের মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা