September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 21st, 2023, 8:23 pm

‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ পেলেন বর্ষা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়িকা খাদিজা পারভীন বর্ষা। অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে তার পর্দা উপস্থিতি দর্শকপ্রিয়তা পেয়েছে আগেই। এই অভিনেত্রী এবার পেলেন ভারতের ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’। পুরস্কারটি তিনি গ্রহণ করেন ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী রাখী সাওয়ান্তের হাত থেকে। অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে যেখানে উপস্থাপিকাকে বলতে শোনা যায় পুরস্কার নিতে মঞ্চে আসবেন বাংলাদেশের অন্যতম সফল চিত্রনায়িকা বর্ষা। এ সময় তিনি বর্ষাকে ‘বিউটিফুল’ বলেও সম্বোধন করেন। বর্ষা বলেন, এটা অত্যন্ত সম্মানের বিষয়, আনন্দের বিষয়। আমাকে এত বড় সম্মাননা দেয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের জন্য বড় সম্মানের।

বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরীর খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রে অনন্ত জলিলের সঙ্গে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। তিনি তার ক্যারিয়ারে খোঁজ-দ্য সার্চ, হৃদয় ভাঙা ঢেউ, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম টু, দ্য স্পাই, দিন-দ্যা ডে, কিল হিম-এর আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক। ২০১১ সালের ২৩শে সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন খাদিজা পারভিন বর্ষা। এই দম্পতির দু’টি ফুটফুটে পুত্র সন্তান আছে।