October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 7:57 pm

গ্যাস পাইপলাইন বন্ধ করার হুমকি মস্কোর

অনলাইন ডেস্ক :

পশ্চিমারা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে জার্মানিতে নিজেদের প্রধান গ্যাস পাইপলাইন বন্ধ করার হুমকি দিয়েছে মস্কো। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ‘রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বিশ্ববাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।’ তিনি সতর্ক করেন, এর ফলে তেলের দাম দ্বিগুণের বেশি হয়ে প্রতি ব্যারেল ৩০০ মার্কিন ডলার হবে। ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়ার উপায় হিসেবে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে। তবে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। ইউরোপীয় নিউনিয়ন (ইইউ) ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আমদানি করে। সরবরাহ ব্যাহত হলে এর চাহিদা মেটানোর কোনো সহজ বিকল্প নেই বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রুশ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় বাজারে রাশিয়ার তেলের বিকল্প দ্রুত খুঁজে পাওয়া অসম্ভব। বিকল্প খুঁজে পেতে বছরের পর বছর লেগে যাবে। ফলে তা ইউরোপীয় ভোক্তাদের জন্য অনেক ব্যয়বহুল হবে। শেষ পর্যন্ত এর ফলাফল স্বরূপ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’