অনলাইন ডেস্ক :
বউকে বিদেশ পাঠানো নিয়ে গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটক ‘বউয়ের বিদেশযাত্রা’। জিয়াউদ্দিন আলমের কাহিনি ও পরিচালনায় নতুন নাটকটি দেখা যাচ্ছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সমাজের কিছু অসাধু আদম পাচারকারীর কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এ নাটক। এতে অভিনয় করেন অভিনেতা জামিল হোসেন, ইমু সিকদার, সেলজুক তারিক, নূরে কাঞ্চন, ফাতেমা হিরা, আহমেদ ইশতিয়াক, নাসির উদ্দিন বুলবুলসহ অনেকে। ‘বউয়ের বিদেশযাত্রা’ নাটকের সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসাইন দিল।
নির্মাতা জানান, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে নাটকটি ৯ জুলাই বিকেল ৩টায় প্রকাশ হয়েছে। আবহসঙ্গীত করেছেন অনুরুদ্ধ শুভ এবং চিত্রগ্রহণ আমির হামজা, সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক। নাটক নিয়ে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, জামিলকে নিয়ে আমার চার নম্বর প্রডাকশন এটি। এর আগে প্রবাসী ও মধ্যবিত্তদের গল্পে তিনটি নাটক করেছি আমরা। সেগুলো হিট ছিল। আশা করছি এবারও হিট হবে নাটকটি। আমি মনে করি ‘বউয়ের বিদেশযাত্রা’ নাটকটি মানুষকে বিনোদনের পাশাপাশি সচেতন করবে।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী