October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 12th, 2023, 8:10 pm

গ্রামের মানুষকে চাষাবাদের কাজে সাহায্য করুআনসান: র ও ভিডিপি’র সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও ভিডিপি’র সদস্যদেরকে বলেছেন, গ্রামের মানুষকে চাষাবাদের কাজে সাহায্য করুন।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৩তম জাতীয় সম্মেলন-২০২৩-এ প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না এবং উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, এ দেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না… আমাদের দেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’। আমরা ‘সোনার বাংলা’পাব।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে এবং আমরা আরও এগিয়ে যেতে চাই। আমরা আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ কারও কাছে ভিক্ষা চাইবে না। করোনা মহামারি আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী মন্দা সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘আমি সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানাচ্ছি… আবাদি জমির এক ইঞ্চিও অব্যবহৃত রাখবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সে জন্য আনসার ও ভিডিপি বিশেষ ভূমিকা রাখতে পারে। তারা গ্রামের লোকদের সাহায্য করতে পারে এবং তাদের ফসল উৎপাদন ও সংরক্ষণের জন্য বিভিন্ন চাষাবাদের কাজে নিযুক্ত করতে পারে। আমি আশা করি আপনারা অবদান রাখবেন।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৮০ জন আনসার ও ভিডিপি সদস্যের হাতে পদক তুলে দেন।

—ইউএনবি