December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 10th, 2024, 12:47 pm

গ্রীষ্মকালের জোরস্ত আবহাওয়ায় হিটস্ট্রোকে টোকিওতে নিহত ৬

অনলাইন ডেস্ক :

গ্রীষ্মকালের জোরস্ত আবহাওয়ার মধ্যে জাপানে অভূতপূর্ব একটি তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। এক সপ্তাহের মধ্যে টোকিওতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাপানের স্বাস্থ্য অধিদপ্তর।

টোকিও মেডিকেল পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, শনিবার তিনজন এবং সোমবার আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সপ্তাহের শেষ দিন টোকিওতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, দুই দিনে দেশটির রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সাম্প্রতিক তাপপ্রবাহের ফলে জাপানজুড়ে হিটস্ট্রোকের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

দেশটির স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে হিটস্ট্রোকের কারণে দেশজুড়ে প্রায় ৯ হাজার ১০৫ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে, এর আগের সপ্তাহের তুলনায় যা প্রায় ৬ হাজার ৮০০ বেশি।

জাপানে এ বছর হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। সম্প্রতি হিটস্ট্রোকে আক্রান্তদের মধ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, এছাড়া ২১০ জনের অবস্থা গুরুতর।

দেশের জনগণকে হিটস্ট্রোকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ হাইড্রেটেড থাকা এবং প্রচণ্ড তাপ মোকাবিলায় যথাযথভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে।