এপি, জেনেভা :
ভারত মহাসাগরে সৃষ্ট প্রাণঘাতী ঘূর্ণিঝড় ফ্রেডি গত বছর পূর্ব আফ্রিকায় আঘাত হেনেছিল। এটি ৩৬ দিনের রেকর্ড করা সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় বলে নিশ্চিত হওয়া গেছে।
মঙ্গলবার (২ জুলাই) জাতিসংঘের আবহাওয়া সংস্থা এই তথ্য জানিয়েছে।
তিন দশক আগে হাওয়াইয়ে আঘাত হানা এবং উত্তর প্রশান্ত মহাসাগরে প্রায় ৩০ দিন ধরে চলা হারিকেন জনের আগের রেকর্ডের শীর্ষে ছিল ফ্রেডি।
আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাটি একটি গবেষণায় বলেছে, গত বছরের মার্চে ফ্রেডির তাণ্ডব শুরু হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, দূরত্ব ভ্রমণের দিক থেকেও এটি দ্বিতীয় দীর্ঘতম ছিল। যা প্রায় ১২ হাজার ৭৮৫ কিলোমিটার (৭,৯৪৫ মাইল) এবং হারিকেন জন ১৩ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ ছিল।
আফ্রিকার পূর্বাঞ্চলে দুই দফায় আঘাত হানা ফ্রেডির আঘাতে মালাউইতে ১ হাজার ২০০ জনেরও বেশি এবং মোজাম্বিকে ১৮০ জনেরও বেশি লোক মারা গেছে বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ডব্লিউএমও।
ডব্লিউএমও’র মুখপাত্র ক্লেয়ার নুলিস বলেন, ‘এটি শুধু একটি স্থলভাগে আঘাত হানায় সীমাবদ্ধ থাকেনি, যা আমরা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখি।’বরং এটি মোজাম্বিক, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার অন্যান্য দেশ মালাউইতেও এর ব্যাপক প্রভাব পড়েছে।’
আরও পড়ুন
সুপার টাইফুন ইয়াগির আঘাতে চীনে ২ জনের মৃত্যু
কঙ্গোতে কারাগার ভেঙে পালানোর সময় নিহত ১২৯ কয়েদি
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছে