অনলাইন ডেস্ক :
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়ে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আফিফ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগা আফিফ। ভিসা জটিলতায় কানাডার বিমান ধরতে পারলেন না তিনি। এখন এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পেই যোগ দিতে হয়েছে তাকে। বিসিবি একটি সূত্র আফিফের কানাডায় যেতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্লোবাল টি-টোয়েন্টিতে তার খেলার কথা ছিল সারে জাগুয়ার্সে। একই দলে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ৩০ জুলাই যাওয়ার কথা ছিল তার।
তৃতীয় বাংলাদেশি হিসেবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়েছিলেন আফিফ। কিন্তু ভিসা না পাওয়ায় খেলতে পারলেন না তিনি। লিটন ছাড়াও কানাডা লিগে সাকিব আল হাসান খেলেছেন। মন্ট্রিল টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে বর্তমানে তিনি শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দিয়েছেন। খেলছেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা