October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 31st, 2023, 9:02 pm

ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩

অনলাইন ডেস্ক :

ঘূর্ণিঝড় ইডালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া। এতে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির ক্যাটাগরি ছিল ৩। যদিও এখন এটি দুর্বল হয়ে গ্রীষ্মম-লীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। তা ছাড়া ইডালিয়া গতিপথ পালটিয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড় ইডালিয়ার কারণে সেখানে ভারি বৃষ্টি হচ্ছে আর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার গ্রাহক। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘূর্ণিঝড়টি শক্তিশালী ৪ নম্বর ক্যাটাগরিতে পরিণত হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। তবে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ইডালিয়ার আঘাতে উত্তর-পশ্চিম ফ্লোরিডার প্রায় দুই লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ইউএসের পরিসংখ্যান অনুযায়ী, ওয়াকুল্লা কাউন্টির ১২ হাজার লোক বিদ্যুৎহীন।

এ ছাড়া টেইলর ও ডিক্সিয়ে কাউন্টির ১০ এবং সাত হাজার মানুষ বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না। ঘূর্ণিঝড় ইডালিয়ার জেরে যুক্তরাষ্ট্রে ৯০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের খোঁজ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। উদ্ধার তৎপরতায় অতিরিক্তি জরুরি পরিষেবার সদস্য নামানো হয়েছে। কর্তৃপক্ষ আগেই ২১টি কাউন্টির লোকজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল। অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম শহর টাম্পার পুলিশ বলেছে, তারা ইডালিয়ার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং বন্যা পরিস্থিতি মূল্যায়ন করছে। কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের বন্যার পানি দিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন।

পুলিশ বিভাগ সতর্ক করেছে বলছে ঝড় ও উঁচু জোয়ার এখনও আসতে পারে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, গত বুধবার বিকাল পর্যন্ত ইডালিয়ার ফলে মার্কিন এয়ারলাইন্সগুলোর ৯০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। সূত্র: আলজাজিরা