মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় অশনি ইতোমধ্যে দেশটির প্যাথেইন নদীর মুখে অবস্থিত হাইগিকিউন দ্বীপ থেকে শুরু করে মিয়ানমারের ডেল্টা (ব-দ্বীপ) অঞ্চল অতিক্রম করেছে।
মঙ্গলবার দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাপরিচালক ইউ উইন শ্বে সিনহুয়াকে বলেছেন, ‘এ অঞ্চলের প্রায় চার হাজার ৬০০ মানুষকে ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।’
দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্যাথেইনের নিকটবর্তী ডেল্টা উপকূল বরাবর দক্ষিণ রাখাইন উপকূলের দিকে অগ্রসর হবে।
তারা আরও জানিয়েছে, ক্রান্তীয় ঝড়টি অতিক্রম করায় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত, ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মাইল বেগে একটানা বাতাস এবং প্রায় ৯-১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাসও পাওয়া গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
বিশ্বে করোনায় আক্রান্ত ৫৩ কোটি ৯ লাখ ছাড়াল
ভারতেরি লাদাখে নদীতে পড়ে ৭ সেনার মৃত্যু
সাতারের পরীক্ষা, তা-ও আবার অনলাইনে!