September 27, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 2:57 pm

ঘূর্ণিঝড় সিত্রাং: রাজধানীতে বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট বৃষ্টি আজ (২৪ অক্টোবর) সকাল থেকেই ঢাকাবাসীর যাতায়াত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দুপুর ১২টা পর্যন্ত ৯ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সকালে গণপরিবহন না থাকায় লোকজন, বিশেষ করে অফিস ও স্কুলগামীরা বৃষ্টির মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খায়।

তবে দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ও জলাবদ্ধতার কোনো খবর পাওয়া যায়নি।

সিএনজিচালিত অটোরিকশা চালক ও রিকশাচালকদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে।

সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম।

আলিফ পরিবহনের অপারেশন ম্যানেজার মো. আশরাফ ইউএনবিকে বলেন, বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনমজুর ও অন্যান্য নিম্ন আয়ের মানুষদের কাজ ছাড়া অলসে সময় কাটাতে দেখা গেছে।

রবিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির কারণে অনেকেই ঘরের মধ্যে রয়েছেন।

—ইউএনবি